BRAKING NEWS

এডিসি উপ নির্বাচনে একজন প্রার্থীর মনোনয়ন পেশ

Features of Indian Electionনিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ২৭ জুলাই ৷৷ ত্রিপুরা উপজাতি এলাক স্ব-শাসিত জেলা পরিষদের ১৩ সিমনা তমাকারী (এস টি) নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য আই পি এফ টি দলের প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন৷ আজ মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা শাসক তথা সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রের উপ নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে এই দলের প্রার্থী মঙ্গল দেববর্মা তার মনোনয়নপত্র জমা দেন৷ মোহনপুরের মহকুমা শাসক তথা রির্টার্নিং অফিসার এই সংবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *