BRAKING NEWS

নার্সিং পড়াতে রাজী হয়নি স্বামী, বিয়ের দুই মাসেই আত্মঘাতী স্ত্রী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ শেষ রক্ষা করা গেল না হেনা আকতারকে৷ বিয়ের মাত্র দুই মাস পাঁচদিনের মাথায় মৃত্যু হল তার৷ সোনামুড়ার উলুবাড়ি এলাকার গৃহবধূ হেনা আকতার গত ২২ জুলাই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে ক্ষোভে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ হয়েছিল৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছিল৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে হেনা আকতার৷ জানা যায়, পাঁচ বছর ধরে বিশালগড়ের রঘুনাথ পুরের হেনা আকতারের প্রণয়ের সম্পর্ক ছিল সোনামুড়ার উলুবাড়ির জয়নাল মিয়ার সঙ্গে৷ বিয়ের আগে থেকেই কথা ছিল সুযোগ পেলে হেনাকে নার্সিংয়ে পড়াতে হবে৷ যথারীতি নার্সিংয়ে পড়ার সুযোগও পায় হেনা৷ কিন্তু বিয়ের পর বিয়ের পূর্ব বর্তী প্রতিশ্রুতি পালন করতে গড়রাজি হয় স্বামী জয়নাল ও তার পরিবারের লোকজনরা৷ তাতেই বিপত্তি৷ তাদের মধ্যে কলহ চরম আকার ধারণ করে৷ এরই শেষ পরিণতি হিসেবে গত ২২ জুলাই  রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে অভিমানীনি হেনা আকতার৷ তার শরীরের ৮০ শতাংশই ঝলসে গিয়েছিল৷ তাকে বাঁচানোর যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে৷ তার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ মূলে পুলিশ হেনার স্বামী জয়নাল মিয়া এবং শাশুড়ি খালেদা মিয়াকে গ্রেপ্তার করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *