পুনে, ২৬ জুলাই (হি.স.): পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃতু্য হল ৫ কলেজ ছাত্রের| মঙ্গলবার ভোর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রামসেট এলাকায়| পুলিশ জানিয়েছে, পুনের একটি কলেজের ৫ জন ছাত্র একটি মারুতি গাড়ি নিয়ে খুব দ্রুতগতিতে পুনের দিক থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল| আচমকা রামসেটের কাছে এসে সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে মারুতিটি| নিমেষেই উল্টে যায় গাড়িটি| ঘটনাস্থলে মৃতু্য হয় ৩ কলেজ ছাত্রের| বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় লোকমান্য তিলক হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, কিছুক্ষণ বাদে তাঁদেরও মৃতু্য হয়|
তবে, যে গাড়িটির পেছনে ধাক্কা মারার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তার কোনও সন্ধান পায়নি পুলিশ|