জম্মু, ২৬ জুলাই (হি.স.): অবশেষে স্বস্তি, টানা ১৭ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে জম্মুতে চালু হল মোবাইল ইন্টারনেট পরিষেবা| জম্মুর এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার জম্মুর পরিস্থিতি খতিয়ে দেখে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন| এরপরেই মধ্যরাত থেকে পরিষেবা চালুর সৱুজ সংকেত দেওয়া হয়|
হিজৱুল মুজাহিদিন কমান্ডার ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত ভূস্বর্গ| গত ১০ জুলাই থেকে জম্মু ও তার আশপাশের এলাকায় বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা| বন্ধ ছিল ফোনে আউটগোয়িং পরিষেবাও| যদিও বিএসএনএল-এর পোস্ট পেড কানেকশন থেকে ফোন করার সুবিধা চালু ছিল| কিন্তু, সে ক্ষেত্রেও ইন্টারনেট পরিষেবা বন্ধই রাখা হয়েছিল| মঙ্গলবার জম্মুর ডেপুটি কমিশনার এস সিং বলেছেন, ‘হ্ঁযা, জম্মু জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালুর সৱুজ সংকেত দেওয়া হয়েছে|