নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২৩ জুলাই ৷৷ রেগার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে জখম হয়ে জিবিতে হাসপাতালে ভর্তি রবীন্দ্র দাস ওরফে রবি, বয়স ৪২৷ শনিবার সকালে কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড ভূবন রুদ্রপাল থেকে বাবুল পাল এর বাড়ি পর্যন্ত রেগা প্রকল্পে কাঁচা রোড সংস্কার করার কাজ চলছে৷ ২৫৩ শ্রমদিবস৷ ৪৪,৫১৬ টাকা বরাদ্দ হয়৷ পাশের গোপাল রুদ্রপাল এর বাড়ি মাটির ঘর ভেঙে এই মাটি রাস্তায় ফেলা হচ্ছে৷ রেগার শ্রমিকরা ঘর ভাঙতে গিয়ে দেয়াল ধসে পরে শ্রমিক রবির উপর৷ তার নাকে মুখে দিয়ে রক্ত বের হতে থাকে৷ সাথে সাথে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়৷ কেন ঘর ভাঙবে রেগার শ্রমিক তাই প্রশ্ণ৷
2016-07-24