BRAKING NEWS

সাধারণ মানুষের হয়রানি হবে না, এই নিশ্চয়তা দিলে জেডপ্লাস নিরাপত্তা নিতে বিবেচনা করবেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৪ জুলাই, (হি.স.) : সাধারণ জনতার কোনও ধরনের অসুবিধা হবে না বা তাঁদের হয়রানির শিকার হতে হবে না, এই নিশ্চয়তা দিলে অবশ্যই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নেওয়ার কথা ভাববেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। জেড প্লাস নিরাপত্তা নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর অনুরোধের জবাব এভাবেই দিয়েছেন মুখ্যমন্ত্রী সনোয়াল। এখানে উল্লেখ করা যেতে পারে, অসমে আন্তর্জাতিক জেহাদি জঙ্গিদের কার্যকলাপ বাড়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের টার্গেট হতে পারেন বলে আশঙ্কা ব্যক্ত করে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে এক সতর্কবার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই তাঁকে অবশ্যই জেড প্লাস নিরাপত্তাবেষ্টনীতে নিয়ে আনতে বলেছিল কেন্দ্র। কেন্দ্রের এই সতর্কবার্তা রাজ্যে এসে পৌঁছনোর পর বিধানসভায় ক্ষমতাসীন ও বিরোধীরা সকলেই একবাক্যে জেড প্লাস নিরাপত্তা নিতে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। এতদিন খুব নগন্য সংখ্যার নিরাপত্তারক্ষীদের নিয়ে চলাফেরা করতেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা নিতে গররাজি বলে খবর পেয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অসম জেহাদিদের অন্যতম প্রধান টার্গেট বলে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য দিলে জেড প্লাস নিরাপত্তা বেষ্টনীর জাতাকলে সাধারণ মানুষ তাঁকে কেন্দ্র করে কোনও অসুবিধার সম্মুখীন হবেন না বলে নিশ্চয়তা দিলেই তিনি তাতে সম্মতি দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *