BRAKING NEWS

জ্বালানি সংকট ঃ বিলোনীয়ায় পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতরলা, ২২ জুলাই৷৷ পেট্রোল ও ডিজেল সংকটে জেরবার বিলোনিয়া৷ দক্ষিণে এলাকা থেকে পশ্চিম গৌরাঙ্গ বাজার উত্তরে পাইখলা পূর্বে গার্দ্দাং পর্যন্ত বিশাল এলাকা হলেও পাম্প মাত্র ১টি৷ এদিকে জেলা সদর বিলোনিয়া প্রচুর পরিমাণে সরকারি গাড়ি৷ তারপরেও কো অপারেটিভ পরিচালিত সমবায় পেট্রোল পাম্প সবেধন নীলমণি৷ রাজ্যে পেট্রোল ডিজেল সংকট জারি থাকলেও  সব পাম্পে সপ্তাহে ২-৩ বার তেল আসে৷ অথচ এই পাম্পে সপ্তাহে একবারও আসে না৷ তাই সংকট আরো তীব্র হয় দীর্গ নয়দিন হলেও এই পাম্পে তেল নেই তাই ক্ষুব্ধ গ্রাহকরা৷ আজ বিকেল চাটা নাগাদ পাম্পের সামনে বিলোনিয়া, উদয়পুর বিলোনিয়া শান্তিরবাজার সড়ক অবরোধ করে৷ অভিযোগ গত রাত থেকে লাইন দিয়ে  রয়েছে এখন বলছে পেট্রোল আসবে না তাই জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেন৷ ছুটে আসে পুলিশ৷ ছুটে আসেন কমরেড দাদা ত্রিলোকেশ সিনহা ও সিট্যুর দাদারা৷ দাদারা এসেই উত্তেজিত জনতাকে নরমে গরমে বলেন৷ কিন্তু জনগণ ও দমবার পাত্র নন৷ অবশেষে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করেন৷ দীর্ঘ নয়দিন তেল না থাকলেও জেলা প্রশাসন কিংবা মহকুমা প্রশাসনের কোন হেলদোল নেই৷ খোলা বাজারে ২০০ টাকা ৩০০ টাকায় তেল বিক্রি হচেছ অথচ বৃহন্নগার ভূমিকায় আরক্ষা প্রশাসন৷ তাই এই বিষয়ে জনগণ ক্ষোভ উগরে দেন৷ রাতের অন্ধকারে বাঁকাপথে তেল বিক্রি করেন বলেও অভিযোগ জনগণের এই সমবায় পাম্পের বিরুদ্ধে৷  মেশিন খারাপের অজুহাত দেকিয়ে তেল কম দেওয়ারও অভিযোগ উঠে৷ আরক্ষা প্রশাসন কালোবাজারি বন্ধ না করে বাইক ও অটো চালকদের হয়রানি করে বলেও অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *