BRAKING NEWS

রেগার মজুরী না পেয়ে বক্সনগরে পঞ্চায়েত অফিসে তালা শ্রমিকদের

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ বক্সনগর ব্লক এলাকার পুটিয়া গাওসভায় রেগা শ্রমিকরা বেশ কিছুদিন ধরে মজুরী পাচ্ছেন না৷ তাতে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ধুমায়িত হচ্ছিল৷ বৃহস্পতিবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে৷ বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য সহ পঞ্চায়েত কর্মকর্তাদের পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ রেগা শ্রমিকরা৷ তাদের দাবী মজুরী চাইতে আসলে পঞ্চায়েত সচিব সহ অন্যান্যরা অহেতুক হয়রানি করে চলেছেন৷ তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোন আশ্বাস পাওয়া যাচ্ছিল না৷ ক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্যদের কাছে জানতে চান মজুরীর টাকা কবে নাগাদ পাওয়া যাবে৷ এনিয়ে তীব্র বাক বিতন্ডা শুরু হয়৷ এরই জেরে রেগা শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যানদের পঞ্চায়েত ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়৷ শেষ পর্যন্ত খবর পেয়ে বক্সনগর ব্লকের বিডিও ঘটনাস্থলে ছুটে যান৷ তিনিও শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন৷ কেন মাসের পর মাস কাজ করার পরও শ্রমিকরা মজুরী পাচ্ছেন না সেই প্রশ্ণ তুলে ধরে ব্লক কর্তৃপক্ষের কাছে৷ রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন স্বয়ং বিডিও৷ বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে দ্রুত মজুরীর টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তালাবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্যদের৷ প্রতিশ্রুতি অনুযায়ী মজুরী না পেলে রেগা শ্রমিকরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হঁুশিয়ারী দিয়েছেন৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে মজুরীর টাকা নিয়ে ঝামেলা অব্যাহত রয়েছে৷ কেন্দ্রীয় সরকার সময়মতো টাকা দিচ্ছেনা অজুহাত দেখিয়ে ব্লক ও পঞ্চায়েত কর্তারা দায় এড়ানোর কৌশল নিচ্ছেন৷ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রেগা শ্রমিকরা৷ কাজ করেও মজুরী না পাওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলি জটিল সমস্যার সম্মুখিন হচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *