নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ এনআইটিতে কাজ করতে গিয়ে মাটি চাপায় গুরুতর জখম হলেন এক শ্রমিক৷ আহত শ্রমিকের নাম রাজু কার্তিক৷ বাড়ি আসামের শিলচরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এনআইটি চত্বরে এই ঘটনা৷ আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজু কার্তিককে৷ প্রসঙ্গত, এর আগেও এনআইটিতে কাজ করতে গিয়ে একাধিক শ্রমিক গুরুতর জখম হয়েছেন৷ অভিযোগে উঠেছে যারা নির্মাণ কাজের বরাত পেয়েছেন সেই সব ঠিকাদাররা যেসব শ্রমিককে কাজে নিযুক্ত করছেন তাদের সুরক্ষার বিষয়ে তেমন কোন গুরুত্ব দিচ্ছেন না৷
2016-07-22