নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হলে তাদের উচ্চ শিক্ষা নিতে কোন অর্থ খরচ করতে হবে না৷ পুরো টাকাই কেন্দ্রীয় সরকার বহন করবে৷ জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হওয়ার পর সরকারি কলেজগুলিতে ঐ ছাত্রছাত্রীরা বিনামূল্যে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে৷ এছাড়া আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তাদের মধ্যে এক লক্ষ টাকার নিচে যাদের আয় তাদের সন্তানদেরও বিনামূল্যে উচ্চ শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷ এক্ষেত্রে তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং সাধারণ ক্যাটাগরি ছাত্রছাত্রীরা যাদের পরিবারের আয় এক লক্ষ টাকার কম তারা এই সুবিধা পাবেন৷ এছাড়া এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ২৫ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷