BRAKING NEWS

নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক

rapelogoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ করেছে শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়া থানার অধীন কুকিছড়ায়৷ ধর্ষণের শিকার হওয়া ঐ নাবালিকা সুকলছাত্রীর তরফে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা করা হয়েছে৷ এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷ সংবাদে প্রকাশ, মঙ্গলবার বিকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা সিপিএম নেতা অমল বৈদ্য (৪৩) প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায়৷ তখন বাড়িতে অভিভাবকরা কেউই ছিলেন না৷ নির্জনতার সুযোগ নিয়ে ঐ ব্যক্তির নাবালিকা মেয়ের উপর ঝাপিয়ে পড়ে এবং ধর্ষণ করে৷ পরে ঐ নাবালিকা চিৎকার চেচামেচি করলে অমল বৈদ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এই ব্যপারে বিলোনীয়া মহিলা থানায় ভারতীয় দন্ডবিধির ৩৭৬/৫১১/ ৫০৬ ধারায় মামলা হয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার এসআই স্বপ্ণা ভৌমিক জানিয়েছেন অভিযুক্ত ঘটনার পরপরই পালিয়ে আত্মগোপন করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *