BRAKING NEWS

আসামের প্রাক্তন মন্ত্রীকে বিঁধলেন বিজেপি সভাপতি

Biplabনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ আসামের কংগ্রেস সরকারের কারণেই আমাদের আজকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব স্পষ্ট বলেন, আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের কারণে আসাম- আগরতলা জাতীয় সড়কের কোন সংস্কার কাজ হয়নি৷ সংস্কারের পথে তিনি একমাত্র বাধা ছিলেন৷ বিপ্লববাবু দাবি করে বলেন, সম্প্রতি নেডা’র বৈঠকে গিয়ে আসামের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে আসাম-আগরতলা জাতীয় সড়ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার জরুরিভিত্তিতে সংস্কার কাজের জন্য ইতিমধ্যে আসাম সরকারকে ২৮ কোটি টাকা দিয়েছে৷ বিপ্লববাবু জানান, আসাম পূর্তমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন রোদের দেখা মিলতেই আসাম-আগরতলা জাতীয় সড়কের সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হবে৷ কারণ রাস্তার কাজ করতে গেলে বৃষ্টি থাকলে তাতে বাধার সৃষ্টি হয়৷ বিপ্লববাবু জানান, শীতের মরশুম আসার আগেই জাতীয় সড়কের স্থায়ীভাবে সমস্যা সমাধান হবে৷
এদিকে, বুধবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকে নয় জন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি তাদের বরণ করে নিয়েছেন৷ এদের মধ্যে কংগ্রেসের এসটি সেলের চেয়ারম্যান বিমল চাকমা এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী ভৃগুরাম রিয়াং ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *