নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ দীর্ঘদিন ধরে লুটপাটের এক অসীম প্রতিযোগিতা চলছে সাব্রুমের সাতচাঁদ ব্লকের এক শ্রেণীর ইঞ্জিনিয়ারদের মধ্যে৷ এমনিতে অডিট রিপোর্টে হিসেবের গড়মিল প্রকাশ্যে আশায় মুখ পুড়ছেন ব্লক কর্তাদের৷ ঝড় উঠেছে রাজ্য প্রশাসনের৷ তবুও লুটপাটের বহর যেন থামতেই চাইছে না৷ দপ্তরের এক শ্রেণীর ইঞ্জিনিয়ার বিভিন্ন নির্মাণ কাজে নিম্নমানের কাজ করিয়ে লুটেপুটে খাচ্ছে লক্ষ লক্ষ টাকা৷ বিডিও ঠঁুটো জগন্নাথ৷ প্রতি নির্মাম কাজের গুণগত মানে কোন পদক্ষেপ কিংবা কোন তদন্তের ধার ধারেনা৷ বিডিও এর প্রশ্রয়ে উনার দপ্তরের করিৎকর্মা ইঞ্জিনিয়ার জনগণের অর্থের লুটপাটে একেবারেই বেপোরায়া হয়ে উঠেছেন৷ সাতচাঁদ ব্লকের টেকনিক্যাল এসিসটেন্ট ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা উত্তর তেছামা এডিসি ভিলেজের ঢিলছোঁড়া দূরত্বে উপস্বাস্থ্য কেন্দ্রের পাশ দিয়ে তৈছামা বাজারে প্রায় ৪০০ মিটার ৩লক্ষ ২৬ হাজার টাকার কাজ করিয়ে নিচ্ছেন ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা৷ এই কাজের গুণগতমান নিয়ে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী তুলেছেন স্থানীয় জনগণ৷