নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ দক্ষিণ জেলার বিলোনীয়ায় সন্দেহভাজন এক আইএসআই এজেন্টকে আটক করেছে পুলিশ৷ সীমান্ত লাগোয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে ঐ সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ তদন্তের স্বার্থে পুলিশ এখনই ধৃত ব্যক্তির নাম ধাম জানাতে চাইছে না৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ থেকে ঐ ব্যক্তি এখানে এসেছে৷ তবে কি উদ্দেশ্যে তার এখানে আসা এনিয়ে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ করে চলেছে ধৃত ব্যক্তিকে৷ প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে আইএসআই জঙ্গীরা বেশ কয়েকটি নৃশংস হত্যাকান্ড সংগঠিত করেছে৷ এই প্রেক্ষিতে ত্রিপুরা সীমান্তে কঠোর নজরদারী চালানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছিল৷ বিএসএফ জওয়ানরা নজরাদারী চালিয়ে যাচ্ছে৷