BRAKING NEWS

পৃথক স্থানে দুই যুবতী ধর্ষিতা মহিলাকে শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, আগরতলা, ১৫ জুলাই৷৷ বলপূর্বক শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা ও পরে মারধর করে খোয়াই

ফাইল ছবি
ফাইল ছবি

নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল পঁচিশ বছরের এক যুবকের উপর৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমা ঘাট এলাকায়৷ অভিযোগের চবিবশ ঘন্টা কাটতে চললেও মুঙ্গিয়াকামী থানার পুলিশ অভিযুক্তকে ধরতে সক্ষম হয়নি৷ অপরদিকে ঐ এলাকার একটি শ্রেণী সহ তেলিয়ামুড়া থানায় কর্মরত দুই পুলিশ কর্মী প্রতিনিয়ত মহিলাকে মামলা তুলে নেবার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে৷
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ চাকমা ঘাটের একটি হোটেলে রান্নার কাজ সেরে বাড়ি ফেরার পথে চাকমাঘাট এলাকার অনিল দাসের পুত্র প্রসেনজিৎ দাস মহিলার রাস্তা আগলে ধরে এবং মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ও মারধর করে বলে মহিলা অভিযোগ করে৷ মহিলার চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক মহিলাকে খোয়াই নদী থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়৷ তবে এলাকাটি মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত হওয়ার পরেও তেলিয়ামুড়া থেকে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে গিয়ে একটি মামলা করে ঐদিন রাত ১২টা নাগাদ যার নম্বর হল ০৭-১৬-এমপিএস/৪/৫/৩৪/৩৫৪ বি আইপিসি মূলে৷ তবে ঘটনার পর মুঙ্গিয়াকামী থানার পুলিশ অভিযুক্তকে জালে তুলতে চেষ্টা করতে চাইছে ঘটনার পরিসমাপ্তি ঘটাতে বলপূর্বক৷ তবে মহিলা চাইছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি৷
এদিকে, কৈলাসহর ইরানী থানার অধীন ইয়াজেহাওয়র এলাকার এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগে রাজীব আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঐ যুবকের বিরুদ্ধে অভিযোগ এলাকার এই যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে৷ ধর্ষণ করার পর ঐ যুবতী গর্ভবতী হয়ে যায়৷ এই বিষয়ে গ্রাম্য সালিশি সভাও হয়৷ কিন্তু সুরাহা না হওয়ায় থানায় মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ৪০/১৬৷ মামলাটি হয়েছে ইউএস ৩৭৬/৪১৭ আইপিসি মূলে৷
অন্যদিকে, জি বি বাজার, এসডিও চৌমুহনী, লালবাহাদুর এলাকায় রেখে এক যুবতীকে ধর্ষণ করেছে টাকারজলা থানার অধীন সোনাতন ঠাকুর পাড়ার বাসিন্দা বিশ্ব দেববর্মা (২৮)৷ মেয়েটি নিরাপত্তাহীনতায় ভুগছে৷ তাই সে আমবাসায় চলে যায়৷ সেখানে আমবাসা থানায় একটি এফআইআর করে৷ কিন্তু ধর্ষণের ঘটনাগুলি যেহেতু আগরতলা পূর্ব মহিলা থানার অধীন এলাকাতে হয়েছে তাই জিরো এফআইআর নিয়েছে পূর্ব মহিলা থানার পুলিশ৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *