নিস, নয়াদিল্লী, ১৫ জুলাই৷৷ জাতীয় উৎসবের দিন ভয়াবহ জঙ্গি হামলা রক্তাক্ত হল ফ্রান্সের নিস শহর৷ একেবারে নজিরবিহীন কৌশলে হামলা চালাল জঙ্গিরা৷ নিস শহরে বাস্তিল দিবসের জমায়েতের মধ্যে ট্রাক নিয়ে ঢুকে পড়ে পিষে দেওয়া হল বহু নিরীহ মানুষকে৷ এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৪ জন৷ আহতের সংখ্যা ৫০-এরও বেশি৷ মৃতের সংখ্যা এখনো বেড়েই চলেছে৷ ভয়াবহ এই হামলার দায় এখনো পর্যন্ত স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন৷ উল্লেখ্য, বৃহস্পতিবার আইএসআইএল-এর মুুখপাত্র আমাক জানিয়েছিল, মার্কিন যৌথ বাহিনীর বিমান হামলায় মৃত্যু হয়েছে ইসলামিক স্টেট অফ ইরাক ও লেভান্ট (আইএসআইএল)-এর শীর্ষ কমান্ডার আবু ওমর আলশিশানির৷ এই হামলা তার বদলা কি না তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে৷
বাস্তিল দিবসের প্যারেডে অংশ নিতে নিস শহরে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ৷ সেখানেই আতশবাজির প্রদর্শনী উপভোগ করছিলেন তারা৷ সে সময় প্রায় ৮০ কিলোমিটার বেগে ধেয়ে এসে জমায়েতের মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরক ও অস্ত্রবোঝাই একটি ট্রাক৷ ট্রাকটি থেকে এলোপাথারি গুলি চালানো হয় উপস্থিত জনতার উপরে৷ প্রায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তার মানুষকে নির্বিচারে পিষে দেয় ট্রাকটি৷ এই ঘটনায় এখনো পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৫০-এরও বেশি নিরীহ মানুষ৷ ঘটনার পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলা জরুরি বৈঠক ডাকেন৷ যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি৷ জঙ্গি হামলার নিন্দা করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্সকে তার জাতীয় দিবসে আঘাত করা হল৷ জঙ্গি হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷ এই ঘটনায় কোনো ভারতীয়ের হতাহতের খবর নেই৷
এদিকে, ফ্রান্সে ফের জঙ্গি হানার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী মোদি৷ হামলার খবর পাওয়ার পর তিনি তীব্র নিন্দা করে বলেন, আমরা ফ্রান্সের পাশে আছি৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই৷ তিনি আরো বলেন, আশা করি দ্রুত ক্ষত সারিয়ে উঠবে ফ্রান্স৷ এই দুঃখের সময় ফরাসি ভাই বোনদের পরিবারের পাশে রয়েছে ভারত৷ উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস চলাকালীন ভিড়ের মধ্যে ঢুকে হত্যালীলা চালাল আততায়ীরা৷ ফের রক্তাক্ত হয়ে ওঠে ফ্রান্স৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৪ জনের৷ আর আহতের সংখ্যা ১২০ মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে৷ মৃতদের মধ্যে বহু শিশুও রয়েছে৷
ফ্রান্সে জঙ্গিহানার নিন্দা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ তিনি বলেন, এ আক্রমণ শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত৷ জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান কংগ্রেস সভানেত্রী৷
আট মাসের মাথায় ফের রক্তাক্ত ফ্রান্স৷ জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন বৃহস্পতিবার রাতে ফ্রান্সে দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জনতার উপর দ্রুতগতির ট্রাক হামলার ঘটনায় নারী শিশু সহ নিহতহয়েছেন অন্তত ৮৪ জন৷ এই হামলার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা৷
নিস হামলার ঘটনাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এক বিবৃতিতে তিনি জানান, ফ্রান্স আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ফ্রান্সের এ রকম দুঃখজনক ঘটনার সময় তাদের পাশে থেকে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা৷
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ফ্রান্সের পাশে থাকবে জার্মানি৷
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটার বার্তায় বলেন, নিসে হামলার ঘটনায় কানাডাবাসী শোকাহত৷ হতাহতদের প্রতি গভীর সমবেদনা ও ফ্রান্সের জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি৷
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মের এক মুখপাত্র হামলার ঘটনাটিকে একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে বলেন, আমরা শোকাহত ও উদ্বিগ্ণ৷
ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এক টুইটার বার্তায় বলেন, নিসে ভয়াবহ এ ঘটনায় আমরা শোকাহত৷ নিউইয়র্কের মেয়র বিল দে টুইটার বার্তায় বলেন, কান্ডজ্ঞানহীন আরো একটি হামলায় তিনি অসুস্থ বোধ করছেন৷ চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, চিন সব ধরনের সন্ত্রাসের বিরোধিতা করে৷ এছাড়া এ হামলার ঘটনায় শোক জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্ক, ব্রাজিলের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল তেমার, ল্যাতিন আমিরাকা এবং ব্যাটিকানের নেতারা৷
ফ্রান্সে দ্রতগতির ট্রাক হামলায় দেশটিতে আট মাস আগে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়৷ বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের ফ্রান্সে নিস শহরের উৎসবে দ্রুতগতির ট্রাক চালিয়ে ও এলোপাথারি গুলি করে নির্বিচার হত্যা চালানো হয়৷ এই ঘটনায় ইতিমধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা৷ আহতের সংখ্যা শতাধিক৷ হামলার তীব্র নিন্দা করেন ফ্রান্সপ্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ৷ তিনি বলেছেন, এটি নিঃসন্দেহে সন্ত্রাসী তৎপরতার অংশ৷
শেষ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া হয় ভাষণে ফ্রাঁসোয়া দেশে আট মাস আগে জারি করা জরুরি অবস্থায় মেয়াদ আরো তিন মাস বাড়ানোর ঘোষণা করেন৷ একই সঙ্গে পরিস্থিতি সামলা দিতে রিজার্ভ সেনা সদস্যদের তলবনড করেন তিনি৷ সে সঙ্গে মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ফ্রান্স প্রেসিডেন্ট৷ গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের থিয়েটার হল, ফুটবল স্টেডিয়াম সহ পৃথক তিনটি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা৷ হামলায় ১৪৭ জনের মৃত্যু হয়৷ প্রেসিডেন্ট ওলাদ বলেন, নতুন এ হত্যাযজ্ঞে দেশের মানুষ গভীরভাবে মর্মাহত৷ নারী ও শিশু সহ এ হত্যাকে নৃশংস মন্তব্য করে তিনি বলেন, এটা নিশ্চয়ই সন্ত্রাসীদের কাজ৷