BRAKING NEWS

গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা নাবালিকা গৃহপরিচারিকার

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক নাবালিকা পরিচারিকা৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উদয়পুরের পালাটানা এলাকায়৷ ঐ নাবালিকার নাম দেবশ্রী দেবনাথ (১১)৷ সংবাদ সূত্রে জানা গিয়েছেষ দেবশ্রী পালাটানার বাসিন্দা প্রাণকৃষ্ণ নন্দি আশঙ্কাজনক এবস্থায় মেয়েটিকে জি বি হাসপাতালে ভর্তি করিয়ে দেন৷ কিন্তু, এরপর নাবালিকা পরিচারিকার কোন খোঁজ খবর নেয়নি৷ জানা গিয়েছে, তিন বছর ধরে উদয়পুর কাঞ্চননগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ নন্দির বাড়িতে পরিচারিকার কাজ করছে দেবশ্রী৷ গত দুদিন আগে গৃহস্বামী প্রাণকৃষ্ণ মেয়েটিকে বকুনি দেয়৷ তা সহ্য করতে পারেনি৷ অপমানে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ বাড়ির লোক তা  আঁচ করতে পারায় অল্পেতে রক্ষা পায় এই নাবালিকা পরিচারিকা৷ রাতেই দেবশ্রীকে তার মালিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন৷ বর্তমানে সে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এদিকে, দেবশ্রীর পরিবারের লোকজন অভিযোগ করেছেন গত কয়েকমাস যাবৎ গৃহস্বামী তাকে পারিশ্রমিক দিচ্ছেন না৷ এই নিয়ে প্রাণকৃষ্ণের সাথে বাকবিতন্ডা হয়৷ এরপরই প্রাণকৃষ্ণ অকথ্য গালাগাল দেয়৷ এই কারণেই আত্মহননের চেষ্টা করেছে দেবশ্রী৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *