নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ একদিকে আগরতলা -ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে পরিচালন শাখার জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর৷ অন্যদিকে, আগরতলা স্টেশন ম্যানেজারের কাছে একই দাবিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে ডেপুটেশান প্রদান করেছে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস৷ তবে, ডেপুটেশান দিয়েই থেমে থাকেনি তৃণমূলের যুব সংগঠন৷ তারা হুমকি দিয়েছে, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আগরতলা -ধর্মনগর রুটে পুনরায় এক জোড়া যাত্রী ট্রেন চালু না করা হলে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন৷
শুক্রবার পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব মনোরঞ্জন দাস পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পরিচালন শাখার জেনারেল ম্যানেজারকে লেখা এক চিঠিতে অনুরোধ জানান, মিটার গেজ থাকাকালীন আগরতলা-ধর্মনগর রুটে যে এক জোড়া যাত্রী ট্রেন চালানো হত তা ব্রডগেজে রূপান্তরিত হয়ে যাওয়ায় পুনরায় যেন শুরু করা হয়৷ রাজ্যবাসীর সুবিধার্থে ঐ দুটি যাত্রী ট্রেন পুনরায় চালু করা খুবই জরুরি বলে তিনি চিঠিতে উল্লেখ করেন৷ এবিষয়ে শুক্রবার মহাকরণে পরিবহনমন্ত্রী মানিক দে জানান, মিটার গেজে আগরতলা-ধর্মনগর রুটে প্রতিদিন একজোড়া যাত্রী ট্রেন আসা যাওয়া করত৷ কিন্তু মেগাব্লক শুরু হওয়াতে রাজ্যে রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল৷ ব্রডগেজে রূপান্তরের কাজ সম্পন্ন হওয়ার পর আগরতলা-শিলচর রুটে রেল চলাচল শুরু হয়েছে ঠিকই৷ কিন্তু পূর্বের মত আগরতলা-ধর্মনগর রুটে যে একজোড়া যাত্রী ট্রেন চলত তা এখনো পর্যন্ত চালু করেনি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ এবিষয়ে এর আগেও বেশ কয়েকবার রেলের আধিকারিকদের কাছে অনুরোধ জানানো হয়েছিল৷ আজ ফের পরিবহন দপ্তরের তরফে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কাছে আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন পুনরায় চালু করার অনুরোধ জানানো হয়েছে৷
এদিকে, শুক্রবার প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশন ম্যানেজারের কাছে একই দাবিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে ডেপুটেশান প্রদান করে৷ রাজ্যবাসীর স্বার্থে ঐ ট্রেন পুনরায় চালু করা খুবই জরুরি বলে প্রতিনিধিরা দাবি জানান৷ তবে, এই দাবি শীঘ্রই পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে আগরতলা স্টেশন ম্যানেজারকে জানিয়েছে তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্বরা৷ তারা হুমকির সুরে বলেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আগরতলা-ধর্মনগর রুটে একজোড়া যাত্রী ট্রেন চালু করা না হলে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলন শুরু করা হবে৷ তবে, দাবি আদায়ে রেলরোকো আন্দোলন করে পক্ষান্তরে রাজ্যবাসীকেই বিড়ম্বনার দিকে ঠেলে দেবে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷
2016-07-16