BRAKING NEWS

চুরি যাওয়া মাল নিয়ে আসামে পালাবার পথে পেঁচারথলে আটক চার দাগী চোর

thiefনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ী, ১৩ জুলাই ৷৷ মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি সহ সরঞ্জাম চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় পেচারথল থানার পুলিশের হাতে ধরা পড়লো চার দাগী চোর৷ আজ কাক ভোরে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পেচারথল থানার পুলিশ টিআর০১এইউ-০৫১২ নাম্বারের ইকো গাড়িটি আটক করে৷ গাড়িটিতে বাবুটিলার এয়ারটেল মোবাইল টাওয়ার ব্যাটারি সহ সরঞ্জামগুলি পায় পুলিশ৷ আটক করা হয় চার দাগী চোর সঞ্জিত পাল, অজয় দেব, অনিল দেবনাথ, লিটন দেবরায় কে৷ প্রসঙ্গত উত্তর ও ঊনকোটি জেলায় মোবাইল টাওয়ার এর ব্যাটারি চুরির ঘটনা নতুন নয়৷ একটি আন্তরাজ্যের চোর চক্র সক্রিয় রয়েছে বহু দিন ধরে৷ রাজ্য থেকে ব্যটারিগুলি প্রতিবেশী আসাম রাজ্যে নিয়ে বিক্রি করছিলো তারা৷ পেচারথল থানার পুলিশ ব্যাটারি চোরদের ধরে বহুতথ্য জানতে পারবে বলে আশা করা যাচ্ছে৷ পুলিশ ধৃত চার চোরকে জিজ্ঞাসাবাদ করছে৷
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের বিভিন্ন স্থানে মোবাইল ও গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে বেশ কয়েকজন চোরকে৷ এই চোরেরা চুরি করা ব্যাটারি বহিঃরাজ্যে বিক্রি করে দিচ্ছে৷ পুলিশ তদন্ত করছে বহিঃরাজ্যের পান্ডাদের জালে তুলতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *