BRAKING NEWS

ঐতিহ্যবাহী খার্চি পুজা ও উৎসবের সূচনা হল

Kharchiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব আজ থেকে পুরাতন হাবেলীর চতুর্দ্দশ দেবতাবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে৷ সকালে পুণ্যসলিলা হাওড়া নদীর মন্দিরঘাটে চৌদ্দ দেবতার অবগাহনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের শাশ্বত চেতনার বার্তাবাহী খার্চি উৎসবের সূচনা হয়৷ সম্পূর্ণ রাজকীয় সম্মানে, পুলিশী ব্যান্ডপার্টির মাধ্যমে রাজ পুরোহিত চন্তাই মহারাজ মন্দিরঘাটে চৌদ্দ দেবতার স্নান কার্যাদি সম্পন্ন করেন৷ স্নান যাত্রার আগে প্রথা অনুযায়ী লাম্প্রা পূজা হয়৷ তারপর দেবতা ও চন্তাই মহারাজকে পুলিস কর্তৃক সেলামি জানানো হ য়৷ এরপর স্নান যাত্রার জন্য মন্দির প্রাঙ্গণ থেকে দেবতাদের নিয়ে এক শোভাযাত্রা মন্দিরঘাট পর্যন্ত যায়৷ উৎসাহী মানুষের পদচারণায় চৌদ্দ দেবতার মন্দির উৎসব মুখর হয়ে উঠে৷ সকালের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য হাওড়া নদীর দুই পারে অগণিত মানুষের জমায়েত ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *