বাগদাদ, ১২ জুলাই (হি.স.): ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন| ঘটনায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| মঙ্গলবার বাগদাদের উত্তর-পূর্বে আল-রাশিদিয়াতে একটি সব্জি ও ফলের বাজারে বিস্ফোরণটি ঘটে| পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি ট্রাক থেকেই বিস্ফোরণটি ঘটে| এই বিস্ফোরণের জেরে আশপাশে থাকা একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে|
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| উল্লেখ্য, গত সপ্তাহেই ইরাকের দু’টি এলাকায় বিস্ফোরণে ৩০০-রও বেশি মানুষের মৃতু্য হয়েছে| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ|
2016-07-12