নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ বর্ধিত আগরতলা পুর নিগম এলাকার চানমারি থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে৷ এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার নগরোন্নয়ন মন্ত্রী, পুর নিগমের মেয়র সহ অন্যান্যরা এলাকা পরিদর্শন করেন৷
নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে এবং আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য আধিকারিকরা রবিবার সকালে জিবি সংলগ্ণ চানমারি এলাকা সফর করেছেন৷ চানমারি থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে৷ এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর৷ এলাকার জনগণ নগরোন্নয়ন মন্ত্রী এবং মেয়রের কাছে রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে নগরোন্নয়নমন্ত্রী মানিক দে, এবং পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা সফরে যান৷ সফরকালে তারা রাস্তাটি ঘুরে দেখেন৷ তারা এলাকার লোকজনদের নিয়ে আলোচনা স ভায় মিলিত হন৷ রাস্তা প্রশস্থ ও সংস্কসার করার তাগিদে রাস্তা সংলগ্ণ এলাকার লোকজনদের প্রয়োজনীয় জায়গা গড়ার জন্য অনুরোধ জানান নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷ তিনি বলেন, কারোর জোত জমি জোর করে নিয়ে রাস্তা তৈরি করার অধিকার কারোর নেই৷ সেক্ষেত্রে রাস্তা তৈরির জন্য এলাকার উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় জায়গা দিতে হবে৷ জায়গা ছাড়লে রাস্তা সংস্কার ও প্রশস্থ করার কাজে হাত লাগানো হবে বলে আশ্বাস্ত করেন মন্ত্রী মানিক দে৷ স্থানীয় নেতা মাতববরদের এবিষয়ে উদ্যোগ নিতে বলেছেন নগরোন্নয়ন মন্ত্রী৷