নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ জিবি সংলগ্ণ এসডিও চৌমুহনী থেকে জিবি আউট পোস্টের পুলিশ একটি অটো আটক করে প্রচুর দেশি মদ উদ্ধার করেছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ বিলেতি মদের পাশাপাশি রাজধানী আগরতলা শহর ও শহরতলীর অলিগলিতে দিন দিন দেশী মদের রমরমা বেড়ে চলেছে৷ উপজাতি অধ্যুষিত এলাকা সহ শহর সংলগ্ণ কিছু কিছু এলাকা থেকে এসব দেশি মদ শহর এলাকায় সাপ্লাই করা হচ্ছে৷ আজ জিবি আউট পোস্টের পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে জিবি সংলগ্ণ এসডিও চৌমুহনী থেকে একটি অটো আটক করে প্রায় ১০০ লিটার দেশী মদ উদ্ধার করেছে৷ অটো সহ চালককেও আটক করেছে পুলিস৷ আটক অটো চালকের নাম মহানন্দ দাস৷ বাড়ি মধ্য ভূবনবন৷ নন্দনগরের পুরাবাড়ি এলাকা থেকে দেশি মদ অভয়নগর নিয়ে আসছিল৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ দীর্ঘদিন ধরেই অটো চালক দেশী মদ শহর ও শহর সংলগ্ণ এলাকায় সাপ্লাই করে আসছিল বলে অভিযোগ৷