সিডনি, ১০ জুলাই (হি.স.) : অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন লিবারেল পার্টি । জয় পেয়েছে। গত ২ জুলাই অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরাই ফের ক্ষমতায় আসছেন সে সময় থেকেই এমন গুঞ্জন চলছিলো। নির্বাচনি ট্রন্ডকে সঠিক প্রমাণিত করে দেশটিেত ফের ক্ষমতায় এল লিবারেল পার্টি । আর পরাজয় মেনে নিয়ে ম্যালকম টার্নবুলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান বিল শর্টেন। মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে শর্টেন বলেন, নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার যে ম্যালকম টার্নবুল ফের সরকার গঠন করছেন। এ সময় তিনি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও উল্লেখ করেন। এদিকে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি টার্নবুলের জন্য ইতিবাচক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।