BRAKING NEWS

অয়েল ইন্ডিয়ার নয়া সিএমডি অসম সন্তান উৎপল বরা

গুষ়াহাটি, ১০ জুলাই, (হি.স.) : অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান তথা পরিচলন অধিকর্তা (সিএমডি) হিসেবে নিয়োজিত হয়েছেন এক অসম সন্তান। নাম উৎপল বরা। কেন্দ্রীয় সরকারের এক নোটিফিকেশনে তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে। ওএনজিসি (অ্যাসেট)-র ম্যানেজার হিসেবে তিনি গুজরাটে কার্যনির্বাহ করছিলেন। তিনি গুয়াহাটি মহানগরের নবীননগরের বাসিন্দা। এর আগে ওএনজিসি (আসাম অ্যাসেট)-র হেড ওয়েল সার্ভিসের জেনারেল ম্যানেজার হিসেবে কর্তব্যরত অবস্থায় অসম থেকে গুজরাটের আহমেদাবাদে বদলি করা হয়েছিল তাঁকে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *