ওয়াশিংটন, ৯ জুলাই (হি.স.) : মার্কিন সংসদের পেশ হয়েছে আউটসোর্সিং বিরোধী বিল| সেই বিল পাস হয়ে গেলে কাজ হারাতে পারে একাধিক ভারতীয় কর্মী| সবচেয়ে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র | ভবিষ্যতে ভারতীয়দের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ অনেক কমে যাবে বলে শঙ্কা|
সম্প্রতি মার্কিন সংসদে ভিসা সংক্রান্ত একটি নতুন বিলা আনা হয়েছে ওই বিলে বলা হয়েছে এইচ-১ বি ও এল-১ ভিসা থাকা তথ্য প্রু্যক্তি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণ কর হোক| এখন ওই বিল পাস হলে, কোনও কোম্পানিতে ৫০ শতাংশের বেশি বিদেশি কর্মী কাজ করতে পারবেন না| মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশে উপযুক্ত আইটি কর্মী থাকা সত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না| এতে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা বাড়ছে | বিলটি পাস হয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলিকে অনেক বেশি মাইনে দিয়ে মার্কিন নাগরিকদের আনতে হবে|
আমেরিকার প্রচুর সংস্থাতেই তুলনামূলক কম বেতনে চাকরি করছেন ভারতীয়রা| আবার অনেক সংস্থাই এইচ-১বি, এল-১ ভিসায় প্রচুর সংখ্যক কর্মীকে আমেরিকায় নিয়ে গিয়ে কিছুদিনের জন্য প্রশিক্ষণ দিয়ে ফের তাঁদের দেশে পাঠিয়ে দিয়ে কাজ আউটসোর্স করায়| এই বিল পাশ হলে সেই সমস্ত কর্মীরও কাজ হারানোর আশঙ্কা তৈরি হবে| এই বিলের পক্ষে আমেরিকান সেনেটরদের একাংশের দাবি, এইচ-১বি ব্যবস্থার সুযোগ নিয়ে অন্য দেশের নাগরিকরা এসে আমেরিকায় কাজ করছেন, অথচ শিক্ষিত মার্কিনরা কাজ পাচ্ছেন না| বর্তমান আইনের ফাঁক গলেই বিদেশি সংস্থাগুলি আমেরিকানদের বদলে অন্যান্য দেশের নাগরিকদের দিয়ে কাজ করিয়ে আমেরিকায় ব্যবসা করছে বলে অভিযোগ তোলা হচ্ছে| সেই জন্যই বর্তমান এই এইচ-১বি আইনের সংস্কার প্রয়োজন বলে আমেরিকার সেনেটের কয়েকজন সদস্যের দাবি| নতুন এই বিল পাশ হলে আমেরিকানদের বদলে এইচ-১বি বা এল-১ ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের নিয়োগ করা যাবে না| ফলে মার্কিন নাগরিকদের অনেক বেতনে ভারতীয় কোম্পানিতে চাকরি দিতে হবে|-