ইসলামাৱাদ, ৯ জুলাই (হি.স.): প্রয়াত হলেন পাকিস্তানের খ্যাতনামা সমাজসেৱী তথা ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সাত্তার ইধি| শুক্রৱার রাতে করাচি মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে তঁার ৱয়স হয়েছিল ৮৮ ৱছর| আব্দুল সাত্তারের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| তিনি ৱলেছেন, `খুৱ কম লোকই আছেন যাঁরা পাকিস্তানৱাসীর কথা ভেৱে নিজের জীৱন উত্সর্গ করেছেন| ইধি সেই গুটি কয়েক মানুষের মধ্যে একজন|’ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শরিফ| তঁাকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হৱে ৱলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী| আব্দুল সাত্তারের মৃতু্যতে শোক প্রকাশ করেছেন নোৱেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইও|
উল্লেখ্য, দীর্ঘদিন পাকিস্তানে আটকে পড়া মূক ও ৱধির ভারতীয় তরুণী গীতাও তাঁর সংস্থার তত্ত্বাৱধানেই পাকিস্তানে ছিল| রমন ম্যাগসাসে পুরস্কারজয়ী আব্দুল সাত্তার ইধি পাকিস্তানের সুৱিখ্যাত মানৱতাৱাদী এৱং ইধি ফাউন্ডেশনের প্রধান| এই ফাউন্ডেশন পাকিস্তান ছাড়াও ৱিশ্বের অন্য দেশে সেৱামূলক কাজ করে|
2016-07-09