BRAKING NEWS

কেরলের নিখোঁজ যুবকদের আইএসআইএস-এ যোগের আশঙ্কা, তদন্তের নির্দেশ

তিরুবনন্তপুরম, ৯ জুলাই (হি.স.) : এবার নিখোঁজ কেরলের ১৫ যুবক । পড়াশোনার উদ্দেশে মধ্যপ্রাচ্যে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া যুবকরা আইএসআইএস-এ যোগ দিতে পারে । এমনই আশঙ্কা করা হচ্ছে নিখোঁজদের পরিবারের তরফে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিজয়নের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, নিখোঁজ যুবকরা কেরালার পদনা, কাসারগড ও পালাক্কাড় জেলার বাসিন্দা। গত এক মাসে তারা কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। ইদের দিন দুই যুবকের বাবা মা’র হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, “আমরা ফিরছি না ।মুসলিমদের অধিকার রক্ষায় আমরা আইএসআইএস যোগ দিলাম।” এমনকী, বাবা মাকেও আইএসআইএস-এ যোগ দিতে বলে ওই যুবকরা। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের প্রত্যেকের বয়স ৩০-এর নীচে। নিখোঁজদের মধ্যে এক দম্পতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশের ঘটনার পর আইএসআইএস যোগ রয়েছে এমন যুবকদের খুঁজে বের করতে উদ্যোগী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেইমতো বার্তা দেওয়া হয়েছে রাজ্যগুলির পুলিশের শীর্ষকর্তাদের। এরপরই পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক আইএসআইএস জঙ্গিকে। তাকে জেরা করে আটক করা হয়েছে আরও ২ জনকে। রমধ্যে কেরলের ১৫ যুবকের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *