BRAKING NEWS

স্নানের সময় কিশোরীর নগ্ণ ছবি তোলার অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর কৃষ্ণনগরের ওল্ড কালীবাড়ির লেইনে এক পদস্থ পুলিশ

বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানায় বিজেপি মহিলা মোর্চার ডেপুটেশন৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানায় বিজেপি মহিলা মোর্চার ডেপুটেশন৷ নিজস্ব ছবি৷

আধিকারিকের বাড়িতে কর্মরত এক জওয়ান পাশ্ববর্তী বাড়ির বাথরুমে স্নান করতে থাকা এক কিশোরীর নগ্ণ চিত্র লেন্সবন্দী করেছে বলে অভিযোগ মিলেছে৷ এই ঘটনা স্থানীয় লোকজনরা প্রত্যক্ষ করে তাকে পাকড়াও করার চেষ্টা করেন৷ সে সেখান থেকে পালিয়ে যায়৷ এব্যাপারে পরিবারের তরফে আগরতলা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিশোরীটির মা অভিযোগ করেছেন পুলিশ  রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে৷ এধরনের কাজে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এদিকে ঘটনার খবর পেয়ে বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি দল ঐ বাড়িতে ছুটে যান৷ পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ সেখান থেকে  পশ্চিম মহিলা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দলটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *