নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ ২৩ দিন অতিক্রান্ত হয়েছে কিশোর নিখোঁজ হওয়ার৷ এখনও কোন সন্ধান দিতে পারেনি পুলিশ৷ এদিকে ঐ নাবালকের পরিবারের লোকজন নানা দুঃশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন৷ ঘটনা ধলাই জেলার ৪৬ মাইল এলাকায়৷ নিখোঁজ কিশোরের নাম বিজয় কুমার রিয়ং৷ সংবাদে প্রকাশ, মামার বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়ি ফিরেনি বিজয়৷ আঠারমুড়া এডিসি বিলেজের ৪৬ মাইলের কুমবাই পাড়ার বাসিন্দা দুর্জয় রিয়াং৷ তার একমাত্র ছেলে বিজয় কুমার রিয়াং গত ১৮ জুন নিজ বাড়ি থেকে মামা ধনঞ্জয় রিয়াংয়ের সঙ্গে আমবাসা থানাধীন জিওলছড়াতে মামার বাড়িতে যায়৷ মামা ধনঞ্জয়ের বক্তব্য অনুযায়ী, সেদিন থেকেই বিজয় নিখোঁজ৷ কিন্তু, মামা ধনঞ্জয় ভাগ্ণের নিখোঁজ খবর দেয়নি তার বোন ও ভগ্ণিপতীকে৷ ঘটনার তিনদিন অতিক্রান্ত হওয়ার পরও বিজয়ের নিখোঁজের বিষয়টি গোপন রাখেন ধনঞ্জয়৷ বিজয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হতেই চাপে পড়ে যায় মামা ধনঞ্জয়৷ মা-বাবা বিজয়কে না পেয়ে উপজাতীদের রীতিনীতি অনুযায়ী দ্বারস্থ হয় ওঝার কাছে ছেলেকে উদ্ধারের জন্য৷ ওঝার কথা অনুযায়ী জঙ্গলে নিয়ম নিষ্ঠা ভাবে বনকুমারীর পূজা করা হয়৷ তারপরও বিজয়কে পাওয়া যায়নি৷
শেষ পর্যন্ত ৩রা জুলাই মুঙ্গিয়াকামী থানাও আমবাসা থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়৷ কিন্তু আজ পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি৷ বিজয়ের মামা ধনঞ্জয় রিয়াংকে জিজ্ঞাসাবাদ করেছ৷ তার কাছ থেকেও কোন সদুত্তর পায়নি পুলিশ৷ পুলিশের ধারণা বিজয়ের নিখোঁজ হওয়ার পিছনে মামা ধনঞ্জয়ের হাত রয়েছে৷ তার অসংলগ্ণ কথাবার্তা পুলিশকে তার উপর সন্দেহ করতে বাধ্য করছে৷ পুলিশের ধারণা বিজয়কে হত্যা করতে পারে তার মামা৷ হত্যা করে তথ্য প্রমাণ লোপাটের জন্য লাশ জঙ্গলে লুকিয়ে রাখার বিষয়টিকেও পুলিশ উড়িয়ে দিচ্ছে না৷