BRAKING NEWS

পান্না আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ডিজিপির বক্তব্যে ক্ষুব্ধ বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে রাজ্য পুলিশের মহানির্দেশকের অঙ্গুলি নির্দেশেই গ্রেপ্তার করা হচ্ছে না বলে গুরুতর অভিযোগ এনেছে বিজেপির মহিলা সংগ্রাম পরিষদ৷ সংগঠনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে গিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান৷ এবং অবিলম্বে পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবি জানান৷ বিজেপি মহিলা সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক নাকি বলেছেন, পান্না আহমেদের ঘটনা সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট৷ এবিষয়ে রাজনীতি করা উচিত নয়৷ এধরনের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাজ্য পুলিশের মহানির্দেশকের এধরনের মন্তব্য কোনভাবেই মানানসই নয় বলেও অভিমত ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ৷ তার এধরনের মন্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় অভিযুক্ত পান্না আহমেদকে তার অঙ্গুলি নির্দেশেই গ্রেপ্তার করা হচ্ছে না৷ অবিলম্বে তাকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে  বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *