BRAKING NEWS

রেগা প্রকল্পে ২য় কিস্তিতে রাজ্য পেল ৭৮৫.২৬ লক্ষ টাকা

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রেগা প্রকল্পে ২ জুলাই পর্যন্ত গড়ে ১৯ দিন করে কাজ হয়েছে৷ ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির অর্থও বরাদ্দ হয়েছে৷ এবিষয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, ২ জুলাই পর্যন্ত ১ কোটি ৭৫ হাজার শ্রমদিবস কাজ হয়েছে রেগা প্রকল্পে৷ ২০১৬-১৭ অর্থবছরে দ্বিতীয় কিস্তির সেপ্ঢেম্বর পর্যন্ত হিসেবে ৭৮৫ কোটি ২৬ লক্ষ টাকা পেয়েছে রাজ্য৷ এর মধ্যে রাজ্যের শেয়ার ৭২ কোটি ১০ লক্ষ টাকাও রয়েছে৷ তিনি জানান, দ্বিতীয় কিস্তির যে অর্থ মিলেছে তাতে রেগা শ্রমিকদের মজুরি বাবদ ৪৩৩ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ বাকি টাকা উপাদান খরচ এবং প্রশাসনিক ব্যয়ের জন্য৷ তিনি জানান, রেগা শ্রমিকদের মজুরি প্রদান স্বাভাবিকভাবেই হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *