নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের উপর হামলা, হুজ্জতি ও হত্যালীলার প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পাঠিয়েছে ত্রিপুরা বৈদিক ব্রাহ্মণ সমাজ৷ সোমবার ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়৷ স্মারকলিপিতে বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের জীবনসম্পত্তি রক্ষা সহ নিরাপত্তা সুনিশ্চিত করার জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ অন্যথায় এরাজ্যেও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে৷ উল্লেখ্য, বাংলাদেশে গত কিছুদিন ধরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্ম যাজক পুরোহিত সহ অন্যান্যদের উপর হামলা হুজ্জতির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ শুধু তাই নয়, বাংলাদেশে ব্লগার হত্যা চরম আকার ধারণ করেছে৷ উদ্বুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জীবন নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ ফলে, বহু হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিরাপত্তাহীনতায় দেশত্যাগ করার চেষ্টা চালাচ্ছেন৷ তাতে সমস্যা আরো জটিল আকার ধারণ করার আশঙ্কা রয়েছে৷ গত কিছুদিন আগেও খোয়াই সীমান্ত দিয়ে বেশ কিছু উপজাতি বাংলাদেশের মৌলবাদীদের আক্রমণের শিকার হয়ে ভারতের আশ্রয় নেওয়ার চেষ্টা করে৷ অবশ্য উভয় দেশের মধ্যে আলোচনাক্রমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে৷ বাংলাদেশের বিভিন্ন স্তান থেকে এধরনের হিংসাত্মক ঘটনার খবর প্রায় প্রতিদিন আসছে৷ তাতে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা ক্রমশ বাড়ছে৷ পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দা হিসেবে এটাই স্বাভাবিক৷ সে কারণেই বাংলাদেশ সরকার যাতে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জীবনসম্পত্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে সে দাবিতেই ত্রিপুরার ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে স্মারক লিপি পাঠানো হয়েছে৷
2016-07-05