নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ধর্ষণ মামলায় সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে
রাজনৈতিক দলগুলির প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করে৷ মিছিলটি আইজিএম চৌমুহনী অতিক্রম করে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও পুলিশের তেমন কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি অনায়াসেই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এগিয়ে যেতে সক্ষম হয়৷ এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুশান্ত চৌধুরী জানান, সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের জন্য চবিবশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়সীমার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ সময়সীমা অতিক্রম হলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে বলে তারা জানান৷ এদিকে, রাজ্যে পেট্রো পণ্যের সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷
প্রসঙ্গত, ঘটনার বিবরণে প্রকাশ, ধর্ষিতার পরিবারের সাথে অভিযুক্তের পূর্ব পরিচিতি রয়েছে৷ সে অনুযায়ী ছেলে ও মেয়ের পড়াশুনার জন্য আগরতলায় থাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া খঁুজতে গিয়ে পান্না আহমেদের সাথে যোগাযোগ করেন ধর্ষিতা মহিলার স্বামী৷ পূর্ব পরিচিতি হওয়ায় পান্না আহমেদ তাদের জানান, রামনগরস্থিত তার বাড়িতেই নিচ তলাতে ভাড়াটে খঁুজছেন তিনি৷ আজ সকালে ঐ মহিলা পান্না আহমেদের বাড়িতে গেলে তাকে বাড়ির একাকীত্বের সুযোগে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা মহিলা তার স্বামীকে জানালে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷