দলত্যাগীদের বিধায়কপদ খারিজ হবেই, দলীয় গঠনতন্ত্র মেনে বিশ্ববন্ধুকে বহিস্কার করা হয়েছে, দাবি পিসিসি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ কংগ্রেসের গঠনতন্ত্র মেনেই বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কার করা হয়েছে৷ সোমবার

সোমবার বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে দেখা করে নোটিশের জবাব দিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক৷ ছবি নিজস্ব৷
সোমবার বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে দেখা করে নোটিশের জবাব দিয়েছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক৷ ছবি নিজস্ব৷

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের সাথে দেখা করে এসংক্রান্ত সমস্ত কাগজপত্র তুলে দিয়েছেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ পাশাপাশি এদিন তিনি আবারও অধ্যক্ষের কাছে কংগ্রেসের দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছেন৷ এবিষয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, বীরজিৎ সিনহা এসংক্রান্ত আরো কাগজপত্র থাকলে জমা দেবেন বলে ১৫ জুলাই পর্যন্ত সময় চেয়েছেন৷ পাশাপাশি পিসিসি সভাপতি জমা দেওয়া সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে জানার আর কিছু বিষয় থাকলে তাঁর কাছে পুনরায় চাওয়া হবে৷
এদিন, কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিককে সাথে নিয়ে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে দেখা করতে যান৷ মূলত, বিধায়ক বিশ্ববন্ধু সেনের বহিষ্কার সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের নোটিশের জবাব দিতেই এদিন পিসিসি সভাপতি গিয়েছিলেন৷ অধ্যক্ষের কাছে বিভিন্ন রাজ্য এবং আদালতে রায় উল্লেখ করে বিধায়ক বিশ্ববন্ধু সেনকে গঠনতন্ত্র মেনেই বহিষ্কার করা হয়েছে বলে কাগজপত্র জমা দিয়েছেন [vsw id=”BqqWWPiTGl4″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]পিসিসি সভাপতি৷ বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিসি সভাপতি জানান, কংগ্রেসের গঠনতন্ত্র মোতাবেক অধ্যক্ষের নোটিশের জবাব দেওয়া হয়েছে৷ তাতে বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে৷ উত্তরাখন্ড এবং সুপ্রিমকোর্টের বিভিন্ন রায়ের প্রতিলিপি অধ্যক্ষের কাছে বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কারের প্রাসঙ্গিক নথিপত্র হিসেবে জমা দেওয়া হয়েছে৷ তিনি দাবি করেন, আইন মোতাবেক বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কার করা হয়েছে৷ কারণ, বহিষ্কারের আগে যে সমস্ত নিয়ম এবং প্রক্রিয়া রয়েছে তা প্রদেশ কংগ্রেস গ্রহণ করেছিল৷ পিসিসি সভাপতি বলেন, এক বছর যাবৎ বিধায়ক বিশ্ববন্ধু সেন দলবিরোধী কার্যকলাপ করছিলেন৷ এর জন্য তাঁকে দুইবার শোকজ নোটিশ পাঠানো হয়েছিল৷ কিন্তু তিনি শোকজ নোটিশ গ্রহণ করতে অস্বীকার করেছেন৷ তাঁকে বহিষ্কারের আগে যথেষ্ট সময় এবং সুযোগ দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ পরিশেষে এআইসিসির অনুমোদনের ভিত্তিতেই তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পিসিসি সভাপতি জানিয়েছেন, বিধায়ক বিশ্ববন্ধু সেনকে দল থেকে বহিষ্কারের এআইসিসির অনুমোদন অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে৷
এদিন তিনি, দলত্যাগী কংগ্রেস বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, বিধায়ক পদ থাকলে তবেই বিরোধী দল হওয়ার সুযোগ থাকবে৷ তিনি জানান, অধ্যক্ষের কাছে দলত্যাগী কংগ্রেস বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার আর্জি জানিয়েছেন৷ তিনি দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন৷
এদিকে, অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানিয়েছেন, পিসিসি সভাপতি অনেক কাগজপত্র জমা দিয়েছেন৷ সেগুলি খতিয়ে দেখতে কিছুটা সময়ের প্রয়োজন৷ তবে, পিসিসি সভাপতি বিধায়ক বিশ্ববন্ধু সেনের বহিষ্কার সংক্রান্ত বিষয়ে আরো কিছু তথ্য প্রমাণ থাকলে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় চেয়েছেন সেগুলি জমা দেওয়ার জন্য৷ পাশাপাশি এসংক্রান্ত বিষয়ে আরো কিছু তথ্য জানার প্রয়োজন থাকলে তাও পিসিসি সভাপতির কাছে চাওয়া হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন৷ ফলে, বিধায়ক বিশ্ববন্ধু সেনের বহিষ্কারের বিষয়টি এবং দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ হবে কিনা তা আগামী ১৫ জুলাই’র পর নিশ্চিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *