কলকাতা, ৪ জুলাই (হি.স.): সুখবর| বাবা হতে চলেছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী| সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন সোহম-তনয়া| আনন্দের এই সময়ে শুটিংয়ের ব্যস্ততা সামলে বাড়িতেই অনেকটা সময় দিচ্ছেন সোহম| এখন শুধুই অপেক্ষা| শোনা যাচ্ছে, সন্তানের জন্মের পর কিছুদিন ব্রেকও নেবেন সোহম| প্রসঙ্গত, ২০১২ সালে বিয়ে করেছিলেন সোহম-তনয়া|
2016-07-04