নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): জল্পনা শেষ, মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রদবদলের ঘোষণা করা হবে| কিছুদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই রদবদল হওয়ার কথা ছিল| নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভায় রদবদল হবে| এ বারের মন্ত্রিসভার রদবদলে গুরুত্বপূর্ণ চার কেন্দ্রীয় মন্ত্রক অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর| নতুন মন্ত্রিসভার তালিকায় থাকতে পারেন ইলাহাবাদের সাংসদ শ্যামচরণ গুপ্ত, জব্বলপুরের এমপি রাকেশ সিং, বিকানেরের অর্জুন রাম মেঘওয়াল, বিজেপি মহাসচিব ওম প্রকাশ মাথুর এবং বিনয় সহস্রৱুদ্ধ|
গত ৩০ জুন মন্ত্রিসভার সদস্যদের কাজের খতিয়ান নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিশেষ করে বাজেট বরাদ্দ তাঁরা কী ভাবে করেছেন, তার হিসেব নেন প্রধানমন্ত্রী| মন্ত্রীদের কাজকর্মের নিরিখেই এই রদবদল হবে বলে ধারনা রাজনৈতিক মহলের|