নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ শিক্ষাঋণ প্রদানের ক্ষেত্রে মারাত্মক ঘোটালার অভিযোগ এনেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি কর্পোরেশন অফিসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হয় ছাত্র সংগঠনটি৷ সংগঠনের রাজ্য নেতৃত্বরা অভিযোগ করেন শিক্ষাঋণ মঞ্জুর হওয়ার পরও ঋণের টাকা যথাসময়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ এক্ষেত্রে মারাত্মক দুর্নীতির অভিযোগ এনেছেন তারা৷ সরোজ সিনহা নামে এক ছাত্রের নামে তিন লক্ষ টাকা শিক্ষাঋণ মঞ্জুর হয়েছে৷ দুইজন সরকারী কর্মচারীকের গ্যারান্টার হিসেবেও রাখা হয়েছে৷ কিন্তু, তাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ বাকি দুই লক্ষ টাকা দেওয়া হয়নি৷ কি কারণে টাকা দেওয়া হচ্ছেনা তাও জানায়নি কর্তৃপক্ষ৷ শুধু সরোজ সিনহাই নয় রাণা মালাকার সহ চৌদ্দজনের শিক্ষাঋণ নিয়ে এই ধরনের তালবাহানা চলেছে বলে অভিযোগ উঠেছে৷ এই কারচুপির প্রতিবাদ জানিয়েই ছাত্র সংগঠন এনএসইউআই শনিবার কর্পোরেশন অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়৷ তারা শিক্ষাঋণ প্রাপকদের নামের তালিকা প্রকাশ করার জন্য দাবী জানায়৷ এই ইস্যুতে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারী দিয়েছে৷
2016-07-03