স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাল স্বামী

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ জুলাই৷৷ রাজ্যে জুড়ে ক্রমবন্ধমান নারী নির্যাতন ঘটনা বেড়ে চললেও প্রয়াস প্রকল্প যে তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছায় নি, তা বড় সড় প্রমান তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন এলাকা থেকে উঠে এলো৷ প্রতিদিনই ঘটে চলছে নারী সংক্রান্ত ঘটনা প্রতিকারে থানার একাংশ কর্মীরা রং মাখতে ব্যস্থ৷ কারন বর্তমানে রং না মাখতে পারলে কাজ হয়না৷ তেলিয়ামুড়া থানার করিৎকর্মা পুলিশ বাবুরা মামলা নিতে নারাজ৷ কারন কোটে দৌড়ানোর জন্যে তাদের হাতে সেই সময় নেই৷ তাই নারী সংক্রান্ত ঘটনা ও ভাল ভাবে দেখেন না তারা৷ বৃহস্পতিবার রাতে এক গৃহ কর্তা যুবক তার স্ত্রীকে দায়ের কোপে হাসপাতাল পর্যন্ত গড়ালেও থানার করিৎকর্মা পুলিশ বাবু তথা বর্তমান থানার ভারপ্রাপ্তে ইনচার্স সোমন কাজি মামলা নেওয়ার ক্ষেত্রে দ্বিমত৷
সংবাদে জানা গিয়েছে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার দিন মজুর সুভাষ তাঁতি তার স্ত্রীকে বেধড়ক মারদোর করেন৷ প্রতিদিন মদমও অবস্থায় বিনা কারনে স্ত্রী বাসতি তাঁতির উফর মদের নেশায় চওড়া হয়ে মারদোর করে৷ এনিয়ে পওুজ্ঝর পরিষদের সদস্যার কাছে বেশ কয়েবার জানানালেও কাজের কাজ কিছুই হয়৷ রাজের অন্ধকারে ব্যশন্তি তাঁতিকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনা ও রয়েছে৷ বৃহস্পতিবার রাতে সুভাষ তাঁতি অকষ্ঠ মদ্য পান করে বাড়ীতে আসে৷ সে সময় বাড়ীতে স্ত্রী বাশন্তি তাঁতি সকষ্ট মদ্য পান করে আসার বিরোধীতা করে৷ আর তাতেই বাধে সমস্থ জামেলা৷ বাকবিতন্ডা বাদে দুজনের মধ্যে শুরু হয় স্থায়ী স্ত্রী মধ্যে ঝগড়া৷ পরে স্বামী সুভাষ স্ত্রীর মাথায় দাঁড়ালো জিনিষ দিয়ে আঘাত করে৷ রক্তাক্ত অবস্থায় বাশন্তি তাঁতিকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশ অভিযুক্ত স্বামী সুভাষ তাঁতিকে গ্রেফতার করে৷
এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ সুভাষ তাঁতিকে গ্রেফতার করে গারদে ঢুকিয়ে দিয়েছে৷ যদিও থানার ভারপ্রাপ্ত পুলিশ বাবু সোমন কাজি কোন মুখ খুলেন নি৷ যদিও একাংশ জনগনদের অভিমত সোমন কাজি দুই নম্বরী কোন সংস্থার সাথে যুক্ত থেকে দিব্যি উপরি ইনজাম করে যাচ্ছে৷ ওনার জন্যে কয়েক বার সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হওয়ার পরও তদন্ত মূলক কোন পদক্ষেপ নেই৷ যদিও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেছে স্বামীর বেধড়কমারে মাথায় মধ্যে অঘাত লেগেছে স্ত্রীর৷ এখন দেখার বিষয় রাজ্যে স্বরাষ্ট্র দফতর সোমন কাজির মতো নম্বরহীন পুলিশের কথায় চলে নাকি, জন সাধারনে স্বার্থে পুলিশ সেই মোতাবেক চলে৷ যদিও সোমন কাজির বিরোদ্ধে নানা অভিযোগ থাকলে স্বরাষ্ট্র দফতর কোন পদক্ষেপ গ্রহন না করাতে ক্ষোব্দ সংশ্লিষ্ট মহল৷