নেশাবিরোধী প্রচারাভিযান ডিওয়াইএফআইর

DYFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলায় নেশা বিরোধী প্রচার অভিযান সংগঠিত করা হয়৷ রাজ্য পুলিশের মহানির্দেশেকর কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়৷
সর্বনাশা নেশার কবলে পড়ে বিধবস্ত হচ্ছে যুব সমাজ৷ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷ ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে প্রচার অভিযান সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শহর, পাহাড়, গ্রাম সর্বত্রই মিছিল, ধর্না সংগঠিত করা হবে৷ মূলত চোরাচালান, মাদক দ্রব্য, অসামাজিক কাজ ইত্যাদির বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে৷ মূলত জুয়া ও নেশা সভ্য সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ নেশাবিরোধী প্রচার র্যালিটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ তবলা চৌমুহনীতে এক সভা অনুষ্ঠিত হয়৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রাজ্যপুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়৷