নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্খলের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ

দায়ের হল পশ্চিম থানায়৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় থানায়৷ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দিবাচন্দ্র রাঙ্খল প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন হাইকমান্ডের নির্দেশে প্রদেশ কংগ্রেস তাঁকে একটি টাটা সুমো গাড়ি দেওয়া হয়েছিল দলীয় কাজে ব্যবহার করার জন্য৷ গাড়িটির নম্বর টিআর-০১-এএন-০২৩১৷ এই গাড়িটি দলীয় সম্পত্তি৷
সম্প্রতি দিবাচন্দ্র রাঙ্খল তৃণমূলে যোগ দিয়েছেন৷ কিন্তু তিনি গাড়িটি ফেরত দেননি৷ ইতিপূর্বেও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিবাচন্দ্র রাঙ্খলকে চিঠি দেওয়া হয়েছিল গাড়িটি ফেরত দেওয়ার জন্য৷ কংগ্রেসের বক্তব্য দিবাচন্দ্র রাঙ্খল গাড়িটি বেআইনীভাবে দখল করে রেখেছেন৷
এদিকে, কংগ্রেসের গাড়ি ফেরত পাওয়ার জন্য পিসিসি সভাপতি বীরজিৎ সিনহার স্বাক্ষর করা অভিযোগপত্র নিয়ে শুক্রবার পশ্চিম থানায় যান যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক পূজন বিস্বাস, দ্বীপরাজ রায় প্রমুখরা৷ পশ্চিম থানা সূত্রে জানা গিয়েছে পুলিশ এই ব্যাপারে একটি মামলা রুজু করেছেন আইপিসি ৪০৬ ধারা মোতাবেক৷ জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিবাচন্দ্র রাঙ্খলকে দেওয়া গাড়িটি তিনি ফেরত দেননি৷ ইতিপূর্বে কংগ্রেসের পক্ষ থেকে গাড়ির চালকের বিরুদ্ধে থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছিল৷ তখন ঐ গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ ছিল গাড়িটি বেআইনী কাজে ব্যবহার করা হচ্ছে৷ এমনকি বহিঃরাজ্যে নিয়ে গিয়ে নানা ধরনের অবৈধ কাজকর্ম করতেন গাড়ির চালক৷ এখন দেখার প্রদেশ কংগ্রেস সম্পত্তি এই সুমো গাড়িটি উদ্ধারে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে৷

