তৃণমূল ভবন রক্ষা করতে সর্বোত প্রয়াস জারি থাকবে ঃ মুকুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ শাসক দল ভয় পেয়েছে তাই পুর নিগমকে দিয়ে তৃণমূল ভবন ভাঙ্গার নোটিশ জারি

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায়৷ ছবি নিজস্ব৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায়৷ ছবি নিজস্ব৷

করিয়েছে, কটাক্ষের সুরে বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ শুক্রবার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনে মুকুলবাবু জানালেন, সিপিএম যে তৃণমূলকে ভয় পেয়েছে তা তাদের পদক্ষেপ থেকে স্পষ্ট৷ প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের নব নির্মিত ভবনকে বেআইনী বলে ভেঙ্গে ফেলার নোটিশ জারি করেছে পুর নিগম৷ এবিষয়েই সিপিএমকে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, যেদিন তিনি প্রথম এরাজ্যে এসেছিলেন সেদিন ঐ ভবন ভেঙ্গে ফেলার নোটিশ জারি করা হয়েছিল৷ গতকাল ফের পুর নিগম নোটিশ জারি করেছে৷ তা থেকে স্পষ্ট তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়াতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে শাসক দল৷ তিনি জানান, ঐ ভবনটিতে নতুন করে কোন নির্মাণ কাজ হয়নি৷ ফলে, ঐ ভবনকে বেআইনী বলে ভেঙ্গে ফেলার যে নোটিশ পুর নিগম জারি করেছে তার বিরুদ্ধে সমস্ত রকম ভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে৷ এই নোটিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইনের দ্বারস্থ হবে সেই ইঙ্গিতও আজ মুকুলবাবুর বক্তব্যে মিলেছে৷
এদিন তিনি আরো জানান, ঝাঁকে ঝাঁকে মানুষ তৃণমূল শিবিরে যোগ দিচ্ছেন৷ সংযুক্ত জনতা দল এখন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন৷ এবিষয়ে সংযুক্ত জনতা দল তৃণমূল কংগ্রেস এক প্রস্তাব দিয়েছিলেন তা মেনে নেওয়া হয়েছে৷
এদিন তিনি আরো জানান, রাজ্যের উপজাতিভিত্তিক দলগুলিও ক্রমাগত তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছে৷ তবে, বুথ স্তরে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলাই এখন মূল লক্ষ্য৷ এজন্য তিনি দলের নেতৃবৃন্দদের রাজ্যের ৬০টি বিধানসভা আসনে বুথস্তরে দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঝাপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন৷