বাংলাদেশের সাতক্ষীরায় হিন্দু পুরোহিতকে খুনের চেষ্টা, ভর্তি হাসপাতালে

Murderসাতক্ষীরা, ২ জুলাই (হি.স.): বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পুুরোহিত| ঝিনাইদহের পর এ বার সাতক্ষীরা| শনিবার ভোরে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ইসকন মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা| তবে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
স্থানীয় মানুষ জানিয়েছেন, রাতে মন্দিরেই ঘুমোতেন ভবসিন্ধুবাবু| শনিবার স্থানীয় সময় ভোর ৪ টে নাগাদ জনা ছয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে মন্দিরে ঢোকে| এর পরেই ঘুমিয়ে থাকা পুরোহিতকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা| চিত্কার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীর পালিয়ে যায়| সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিতের চিকিত্সা চলছে সাতক্ষীরা হাসপাতালে| ঘটনার তদন্ত শুরু হয়েছে| তবে কারা এর পিছনে আছে এখনও পরিষ্কার হয়নি| মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বরহ্মরাজপুরেরই বাসিন্দা ভবসিন্ধু| তবে দীর্ঘদিন ধরে মন্দিরের কুঠুরিতেই থাকতেন তিনি|
উল্লেখ্য, গত কয়েক মাসে বাংলাদেশে খুন করা হয়েছে বেশ কয়েকজন হিন্দু পুরোহিত ও মন্দিরকর্মীকে| শুক্রবার ভোরে ঝিনাইদহের মধুপুরে কাস্টসাপরা রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) কুপিয়ে খুন করে যায় মোটর সাইকেলে আসা তিন দুষ্কৃতী| মাসখানেক আগে ঝিনাইদহেই কুপিয়ে মারা হয়েছিল আর এক পুরোহিতকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *