ফের বিমান যাত্রীকে বেধরক পেটাল অটোচালক, সিঙ্গারবিলে উত্তেজনা

attackkkkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ফের সিট্যুভুক্ত অটো চালকের রোষাণলে পড়লেন বহিঃরাজ্যের এক যুবক৷ পিটিয়ে রক্তাক্ত করা হয়ে ঐ যুবককে৷ ঘটনাকে কেন্দ্র করে আগরতলা বিমানবন্দর সংলগ্ণ এলাকায় শুক্রবার দুপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পুলিশ গিয়ে ঘটনার মিমাংশা করতে চাইলে সিট্যুভুক্ত অটোচালকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ অটো চালকদের এই গুন্ডামিতে বিমানবন্দর সংলগ্ণ এলাকার জনগণও বিস্মিত৷
সংবাদে প্রকাশ, এদিন সকালের বিমানে আগরতলা বিমানবন্দরে আসেন জম্মুও কাশ্মীরের বাসিন্দা দীনেশ খান৷ বিমানবন্দরের টার্মিন্যাল থেকে বেরিয়ে আগরতলা শহরে আসার জন্য রাস্তায় এক অটো চালকের সাথে ভাড়া নিয়ে কথা হচ্ছিল তাঁর৷ অটো চালক অতিরিক্ত ভাড়া দাবী করায় তর্কবিতর্ক শুরু হয়৷ একসময় অটোচালক দীনেশ খানকে বেধরক মারধর করতে থাকে৷ তাতে তিনি রক্তাক্ত হন৷ ঘটনা প্রত্যক্ষ করে বিমানবন্দর টার্নিম্যাল থেকে সিআইএসএফ এর জওয়ানরা ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু তাতে কোন সুফল পাওয়া যায়নি৷ পরে খবর দেওয়া হয়েছে, এয়ারপোর্ট থানার পুলিশকে৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে৷ তাতেও কোন কাজ হয়নি৷ উল্টো তেঁড়েফুড়ে আসে অটো চালকরা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ফঠে৷ বহু চেষ্টার পর পুলিশ ও সিআইএসএফ জওয়ানরা যৌথভাবে পরিস্থিতি সামাল দেয়৷
এদিকে, এক সপ্তাহ পূর্বে রাজধানীর জেকশ্যান গেইট সংলগ্ণ এলাকায় গুয়াহাটির এক যুবককে মারধর করেছিল সিট্যুভুক্ত এক অটো চালক৷ আক্রান্ত যুবকের নাম অভিজিৎ সাহা৷ শ্রীসাহাও বিমানযাত্রী ছিলেন৷ তিনি আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য জ্যাকশন গেইটে আটো ধরতে গিয়েছিলেন৷ সেখানে ভাড়া নিয়ে অটো চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়৷ উত্তেজিত হয় ঐ অটো চালক অভিজিৎ সাহাকে বেধরক মারধর করে৷ পরে ঐ অটো চালকের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছিল৷
একের পর এক এই ধরণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে৷ বিশেষ করে বিহঃরাজ্যের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার ফন্দি করে চলেছেন সিট্যুভুক্ত অটো চালকরা৷ প্রায়শই এনিয়ে যাত্রীদের সাথে মতবিরোধ দেখা দিচ্ছে৷ অবিলম্বে অটো চালকদের গুন্ডামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবী উঠেছে৷