চেন্নাই, ২ জুলাই (হি.স.): চেন্নাইয়ের শহরতলি নুঙ্গামবক্কম রেল স্টেশনে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী খুনের ঘটনায় সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করল পুলিশ| ধৃতের নাম রামকুমার (২২)| শুক্রবার রাতে তামিলনাড়ুর তিরুনেলভেলির মীনাক্ষীপুরম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ| পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পেশায় ইঞ্জিনিয়ার| শুক্রবার রাতে পুলিশ তাকে ঘিরে ফেলার পর আত্মহত্যার চেষ্টা করে সে| ছুরি দিয়ে নিজের গলা কাটে অপরাধী যুবক| প্রথমে তাকে তেনকাশীর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে অবস্থার অবনতি হলে তাকে তিরুনেলভালির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| চিকিত্সকরা জানিয়েছেন, রামকুমার বিপন্মুক্ত|
পুলিশ সূত্রের খবর, চোলাইমেদুতে তথ্যপ্রযুক্তি কর্মী স্বাতীর বাড়ির সামনেই থাকত রামকুমার| স্বাতীকে সে ভালোবাসত| কিন্তু, তার প্রস্তাবে রাজি হয়নি স্বাতী| তার জেরেই রামকুমার এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে পুলিশ| উল্লেখ্য, গত শুক্রবার চেন্নাইয়ের শহরতলি নুঙ্গামবক্কম রেল স্টেশনে খুন হন তথ্যপ্রযুক্তি কর্মী স্বাতী| রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় দঁাড়িয়ে ছিলেন তিনি| সেই সময় ছুরি মেরে স্বাতীকে খুন করা হয়|