বেলগ্রেড, ২ জুলাই (হি.স.): উত্তর সার্বিয়ার কাফেতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃতু্য হল ৫ জনের| আততায়ীর গুলিতে জখম হয়েছেন কমপক্ষে ২০ জন| সার্বিয়া পুলিশ জানিয়েছে, রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে একটি ছোট্ট গ্রামে এই হামলা হয়েছে| বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ| আততায়ীর নাম সংক্ষেপে `জেড এস’ জানানো হয়েছে|
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময়, গভীর রাতে কাফেতে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালায় আততায়ী| নিজের স্ত্রী ও আরও এক মহিলাকে খুন করে সে| তারপর সে কাফের ভিতরে অন্যান্য লোকজনের দিকেও গুলি চালাতে থাকে| বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান ৫ জন| আহত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| সার্বিয়ার আভ্যন্তরীন মন্ত্রী নেবোজসা স্টেফানোভিক জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রটি বেআইনি| সম্ভবত ঈর্ষা, বিদ্বেষ হত্যাকাণ্ডের পিছনে রয়েছে|