তেহরান, ২ জুলাই (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ইরান| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৯.১৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় ইরানের বুশেহর প্রদেশের বোরাযান থেকে ১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
2016-07-02