BRAKING NEWS

বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত, গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়েছে৷ এখনও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস পান্না আহমেদ৷ পুলিশের মতে অভিযুক্ত পলাতক৷ এদিকে, তদন্তকারী পুলিশ অফিসাররা নাকি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছেন৷ কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বিভিন্ন মহলে পুুলিশের ভূমিকায় জোর সমালোচনা করা হচ্ছে৷
এদিকে, বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ রাজনৈতিক চাপে পড়ে অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তার করছে না৷ সূত্র অনুসারে জানা গিয়েছে পান্না আহমেদ মেলারমাঠের ঘনিষ্ঠ হওয়ায় তাকে বাঁচানোর জন্য বেশ কয়েকজন তাবড় নেতা ময়দানে নেমেছেনে৷ অভিযুক্ত পান্না আহমেদের ঘনিষ্ঠ কয়েকজন নানাভাবে ঐ ধর্ষিতা মহিলাকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে৷ প্রসঙ্গত, ঘটনার বিবরণে প্রকাশ, ধর্ষিতার পরিবারের সাথে অভিযুক্তের পূর্ব পরিচিতি রয়েছে৷ সে অনুযায়ী ছেলে ও মেয়ের পড়াশুনার জন্য আগরতলায় থাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া খঁুজতে গিয়ে পান্না আহমেদের সাথে যোগাযোগ করেন ধর্ষিতা মহিলার স্বামী৷ পূর্ব পরিচিতি হওয়ায় পান্না আহমেদ তাদের জানান, রামনগরস্থিত তার বাড়িতেই নিচ তলাতে ভাড়াটে খঁুজছেন তিনি৷ আজ সকালে ঐ মহিলা পান্না আহমেদের বাড়িতে গেলে তাকে বাড়ির একাকীত্বের সুযোগে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা মহিলা তার স্বামীকে জানালে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *