পদ্মবিলে দুই গাড়ির সংঘর্ষে গুরুতর জখম এগার জন

Accidentনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ জুন৷৷ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে আজ আবার বড়সড় দুর্ঘটনা ঘটল পদ্মবিল এলাকায়৷ দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন এগারজন যাত্রী৷ এদের মধ্যে  আশঙ্কাজনক অবস্থায় সাত যাত্রীকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ বাকিদের ভর্তি করা হয় খোয়াই জেলা হাসপাতালে৷ আজ বিকেলে পৌনে চারটায় খোয়াই থেকে যাত্রী নিয়ে একটি  কুইজার গাড়ি টিআর০১-ই-২৮৮৪ বেপরোয়া গতিতে আগরতলা যাবার উদ্দেশ্যে রওয়ানা হয়৷ অন্যদিকে টিআর০২-জি-১৯০৮ নম্বরের মালবাহী বলেরো গাড়ি আগরতলা থেকে খোয়াই আসছিল৷ রাস্তায়  পদ্মবিল বাজারের একটু পরেই  কুইটার গাড়িটি দ্রুতগতিতে গিয়ে ডানদিকে আসা বলেরো গাড়িতে সজোরো ধাক্কা দেয়৷ ঘটনার পর কুইজার গাড়িতে বসা সব যাত্রীই উড়ে গিয়ে গাড়ির সামনে পড়ে৷ ঘটনাস্থলেই বহু যাত্রীর দাঁত উপরে পড়ে যায়৷ কারো হাত, কারো পা ভেঙ্গে যায়৷ রক্তাক্ত অবস্থায়  যাত্রীদের স্থানীয় মানুষ উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে৷ পরে সেখান থেকে জয়ন্ত দেবরায়(৪০) বাড়ি আগরতলা মিলনচক্র, নারায়ণ বর্মণ (৫৫), আগরতলা, বনানী ভৌমিক(৩০) বাড়ি আগরতলা খোয়াই কলেজের প্রফেসর,  সোমনাথ(২৩) খোয়াই সহ মোট সাত জনকে  পাঠানো হয় জিবিতে৷ বাকিদের খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে৷