গুয়াহাটি, ০৭ জুন, (হি.স.) : গুয়াহাটি পুর নিগমের নতুন মেয়র নির্বাচিত হলেন বিজেপি-র কাউন্সিলর মৃগেন শরণিয়া। দুদিন আগে কংগ্রেস পরিচালিত গুয়াহাটি পুর নিগমের মেয়র অবির পাত্র তাঁর পদ থেকে ইস্তফা দিলে গতকাল থেকে ম্যারাথন বৈঠকের পর আজ মঙ্গলবার মৃগেন শরণিয়াকে সর্বসম্মতভাবে নতুন মেয়র বলে ঘোষণা করে দল। মেয়র পদে নির্বাচিত হওয়ার পর দলের সকল কাউন্সিলরদের সামনে প্রদত্ত ভাষণে মৃগেনবাবু বলেন, মাত্র দু-বছরের মেয়াদে সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বাধীন রাজ্যের নতুন সরকারের সহায়তায় গুয়াহাটি মহানগরের জ্বলন্ত সমস্যা জমা জলের কৃত্রিম বন্যা সমস্যা সমাধানে তিনি সফল হবেন বলে আশাবাদী। তাছাড়া সকল পারিষদের সৌজন্যে গুয়াহাটিকে একটি পরিচ্ছন্ন, সবুজ শহরে পরিণত করবেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, ৩১ সদস্যের গুয়াহাটি পুর নিগমে কংগ্রেসের বর্তমান পারিষদ সংখ্যা ১৫ জনের বিপরীতে বিজেপি-র ১৪ এবং অগপ-র একজন। বিজেপি-অগপ জোটের পারিষদ সংখ্যা কংগ্রেসের সমান। কিন্তু ডেপুটি মেয়র কংগ্রেসের নীলাক্ষি তালুকদার দল ত্যাগ করার পর তিনি এখন নির্দল সদস্য হিসেবে কার্যনির্বাহ করছেন। এদিকে গুয়াহাটি পুর নিগম এলাকার চার বিজেপি বিধায়ক এবং গুয়াহাটির বিজেপি সাংসদের মেয়র নির্বাচনে ভোটাধিকার থাকায় সে সংখ্যা কুড়ি হয়ে যায়। এরই ভিত্তিতে আজকের মেয়র নির্বাচনে অনায়াসে বিজয়ী হয়েছেন সাংসদ বিজয়া চক্রবর্তী সমর্থিত মৃগেন শরণিয়া।
2016-06-07
